আমাদের আন্তর্জাতিক কোডিং কোর্স এ যোগ দিন
শুধুমাত্র একটি কোডিং স্কুল থেকেও বেশি কিছু
প্রোগ্রামিং এর বড় পর্যায়ের এবং গভীরভাবে প্রোগ্রামিং শিক্ষা বাস্তবায়নের আমরা নির্ভর করছি ইউ. কে. এবং জাপানের অভিযোজিত কারিকুলাম। আমাদের ৬০- ৯০ মিনিটের ফ্রি ট্রায়াল ক্লাসের মাধ্যমে আপনার সন্তানের আগ্রহ গড়ে তুলুন এবং আমাদের অভিগ্য শিক্ষকদের ফিডব্যাক নিন!
৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
বিশ্বব্যাপী 20+ শাখার মাধ্যমে গ্লোবাল আইটি শিক্ষার প্রসার
আপনি কি কোডিংয়ের জগতে একটি উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করতে প্রস্তুত? সামনে তাকিও না! সারা বিশ্বে 20টিরও বেশি শাখার সাথে, আমরা ঘোষণা করতে পেরে গর্বিত যে আমরা আমাদের ভোটাধিকার প্রসারিত করছি।
বাচ্চাদের জন্য কোডিং কেন?
সন্তানরা তাদের গ্যাজেটে গেম খেলার জন্য যে সময় ব্যয় করছে তা বেশিরভাব অভিভাবকদের জন্য বিরাট দুশ্চিন্তার বিষয়। যদিও, আমরা আপনাদের সন্তানদের প্রোগ্রামিং স্কিলসেটের মাধ্যমে, গেম খেলার থেকে নিজেদের গেম বানানোর প্রতি আগ্রহী করে তুলতে সাহায্য করতে পারি। অনেক অল্প বয়সী শিক্ষার্থীরাই এখন তাদের নিজেদের গেম বানাতে সক্ষম যা প্লে- স্টোরে আপলোড করা যাবে! বিখ্যাত গেম ইঙ্গিন কন্সট্রাক্ট- ৩ এবং রোব্লক্স Lua প্রোগ্রামিং ল্যাঙ্গুয়্যাজ ব্যবহারের এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার সন্তানদের আগ্রহ অধীক গেম খেলা থেকে তাদের নিজেদের গেম, মোবাইল এপ্স এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ পরিবর্তন করতে পারবেন।
২১ শতকের যেসকল স্কিল খুবই গুরুতবপূর্ন তাদের মধ্যে রয়েছে, কম্পিউটেশনাল থিংকিং, ক্রিটিকাল থিংকিং এবং ডিজিটাল লিটারেসি। প্রোগ্রামিং শিক্ষার মাধ্যমে আপনার সনতানেরা সিস্টেমেটিকভাবে এবং ক্রিয়েটিভভাবে চিন্তা করতে শিখবে বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট গুলোর মাধ্যমে। আপনার সন্তানরা কোড এর ন্যাচার গভীরভাবে এক্সপ্লোর করতে পারবে বিস্তৃত পরিসরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়্যাজের মাধ্যমে, যা তাদের লজিকাল থিংকিং কে উন্নত করবে।
একবিংশ শতাব্দির এই যূগে, প্রতিটি কর্মক্ষেত্রেই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যা মানুষের বিভিন্ন কাজকে পালটে দিচ্ছে, যেখানে ধীরে ধীরে মানুষ প্রযুক্তি দ্বারা প্রতিস্থাপিত হবে; শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, হিসাবরক্ষক, সকল পেশাতেই কাজ করতে দরকার হবে প্রযুক্তির ব্যবহার। এমনকি আপনার সন্তানের যদি প্রোগ্রামার হওয়ার আগ্রহ না ও থাকে, অল্প বয়সে প্রযুক্তিগত বিভিন্ন কাজের ধারনা থাকায় এটি তাকে কর্মক্ষেত্রে আরো উদ্ভাবনী করে গড়ে তুলবে এবং ধীরে ধীরে তার কর্মজীবনেও সহায়তা করবে।
টাইমডোর একাডেমীতে কেন পড়বেন?
জাপান ও ইউ. কে. নির্ভর আন্তর্জাতিক কারিকুলাম
জাপান ও ইউ. কে. নির্ভর কারিকুলাম এর মাধ্যমে আমাদের শেখানোর পদ্ধতি এমন হবে যা শুধুমাত্র শিক্ষার্থীদের প্রোগ্রামিং জ্ঞান বৃদ্ধিই নয়, বরং শিক্ষার্থীদের সাইবারক্রাইম এবং ডিজিটাল লিটারেসি সম্পর্কে ব্যপক ধারনা দিবে, যা এখন অনেক বড় একটি ইস্যু। ছাত্র- ছাত্রীদের বেসিক থেকে শুরু করে রিয়েল- লাইফ প্রোগ্রামিং স্কিল ও গড়ে উঠবে নিজেদের মোবাইল এপ্স, গেমস এবং ওয়েবসাইট বানানোর মাধ্যমে।
সফটয়্যার হাউস কোম্পানীতে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা
সফটয়্যার হাউস ইন্ডাস্ট্রিতে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা থাকায় আমরা বুঝি যে প্রোগ্রামিং শুধুমাত্র খেলা বা মজা করার জন্যই নয়। এটি আপনাদের সন্তানকে একজন সত্যিকারের প্রোগ্রামারের মত করে চিন্তা করতে গড়ে তোলে, আর এই শিক্ষা প্রদান করা হয় আমাদের যোগ্য শিক্ষকদের মাধ্যমে যাদের ট্রেইনিং দেয়া হয়েছে প্রফেশনাল সফটয়্যার হাউস প্রোগ্রামারদের দ্বারা, আপনার সন্তানেরা মূলত রিয়েল- ওয়ার্ল্ড প্রোগ্রামিং এর সাথে সম্পৃক্ত হবে।
২০ টি দেশের ১০,০০০ শিক্ষার্থী
পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা আমাদের উপর আস্থা রাখছে, হাজার হাজার ছাত্র- ছাত্রীদের আমরা সাহায্য করছি প্রফেশনাল প্রোগ্রামার হতে। সকল প্রান্তের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য আমরা একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিশ্চিত করছি যাতে সকলের প্রয়োজনে আসে। হাজারো সন্তুষ্ট ও আনন্দিত অভিভাবক দ্বারা প্রমানিত, একসাথে আমরা ধীরে ধীরে লক্ষের দিকে এগিয়ে যাব, যা হলো ২১ শতাব্দীর অভিনব এক প্রজন্ম।
স্বীকৃত আন্তর্জাতিক মানের শিক্ষক।
সফল টাইমডোর একাডেমির ছাত্ররা।
সার্টিফিকেট ও আমাদের পার্টনার
নিয়মিত প্রশ্ন সমূহ
Japanese and UK Based Global Curriculum for Kids and Teens
জ্বী, আমাদের ৯০ মিনিটের ফ্রি ক্লাস আছে, যাতে করে বাচ্চারা প্রোগ্রামিং ক্লাসে আনন্দ খুঁজে পায়।
আমাদের সাপ্তাহিক ছুটির দিন ও নিয়মিত কার্য দিবসে ক্লাস হয়ে থাকে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোন সময় আমাদের ক্লাস করা যাবে।
আমাদের শিক্ষক ও ছাত্রের অনুপাত যথাযোগ্য।
আমাদের অনলাইন ক্লাসে সাধারণত ১:৫ এবং অফলাইন ক্লাসে ১:৫ হতে ২:১০ সর্বোচ্চ হয়ে থাকে।
হ্যাঁ, আমাদের বর্তমানে বালি, জাকার্তা, সুবারাবায়াতে অর্থাৎ ইন্দোনেশিয়াতে আমাদের অফলাইন ক্লাস আছে। ধীরে ধীরে আমরা সারা বিশ্বব্যাপী আমাদের সব গুলো শাখাতেই অফলাইন ক্লাস আরম্ভ করতে যাচ্ছি।
আমরা পরামর্শ দিয়ে থাকি যে ৫-৭ বছর জুনিয়র ক্লাস, ৮-১২ শিশুদের ক্লাস, ১২- ১৮ কিশোর বাচ্চাদের জন্য এবং ১৯ বছর এর বেশি প্রাপ্ত বয়স্কদের ক্লাস করার জন্য। যাইহোক, যাদের ইন্টারনেট এবং কোডিং এর প্রতি আগ্রহ রয়েছে এমন সকল ক্লাসের ছাত্রদের আমরা স্বাগত জানাই।