এআই ইঞ্জিনিয়ার
এআই এবং উন্নত কোডিং শিখুন
AI শিখে মেশিনকে শেখাও চিন্তা করতে!
এই কোর্সে শিক্ষার্থীরা Python দিয়ে Data Analysis শিখবে, তারপর Machine Learning ও Computer Vision এর সাহায্যে বাস্তব প্রজেক্টে কাজ করবে। কোর্স শেষে তারা মেশিনকে প্যাটার্ন বুঝতে, সিদ্ধান্ত নিতে ও ছবি চিনতে শেখাতে পারবে — যা একজন ভবিষ্যৎ AI Engineer হওয়ার দিকেই এগিয়ে দেবে।
Class Schedule :
৯০ মিনিট / প্রতি ক্লাস


AI Engineer
AI-এর শক্তি দিয়ে গড়ে তোল ভবিষ্যৎ!
Python ও AI টুলস ব্যবহার করে ডেটা বিশ্লেষণ শেখো, প্রেডিকশন মডেল তৈরি করো এবং Vision-ভিত্তিক অ্যাপ্লিকেশন বানাও।
এআই ইঞ্জিনিয়ার লার্নিং ম্যাপ
