
ক্যারিয়ার
আপনি কি আইটি শিক্ষায় প্রচন্ড আগ্রহী?
টাইমডোর একাডেমিতে আমরা ভবিষ্যৎ আইটি মানব সম্পদ তৈরী করে থাকি।
যেই জিনিসটি আমাদেরকে একত্রিত করেছে সেটি হচ্ছে, সৃজনশীল আইডিয়া, বিস্তর আইটি জ্ঞান, এবং অজানাকে জানার প্রচন্ড আগ্রহ।
টাইমডোর একাডেমি তৈরী করছে একটা শক্তিশালি বন্ধন, বিশ্বাসের আদান-প্রদান, শিক্ষা, সংস্কৃতি এবং প্রোগ্রামিং সমস্ত এশিয়া জুড়ে।
কেন আপনার টাইমডোর একাডেমিতে জয়েন করা উচিৎ

সুবিধা মতন ক্লাস রুটিন
আপনার সুবিধা মতন ক্লাস রুটিন তৈরি করা হবে।

যে কোন যায়গা থেকে পাঠদান করা যাবে
অনলাইনে ক্লাস হওয়ার কারণে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনি ক্লাস নিতে পারবেন।

দক্ষ আইটি এক্সপার্টদের থেকে ট্রেইনিং পাওয়ার সুযোগ।
আমাদের সার্টিফাইড আইটি এক্সপার্ট শিক্ষকেরা নিয়মিত ট্রেইনিং নিয়ে থাকেন।
আবশ্যকীয়তা।
১: টাইমডোর একাডেমি, টিমের সাথে এবং ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ দক্ষতাকে অনেক বেশি পছন্দ করে। আমরা এমন একজন টিম মেম্বার খুজছি যার রয়েছে চমৎকার যোগাযোগ দক্ষতা এবং টিম মেম্বারদের সাথে একই পরিবেশে কাজ করতে পারবে।
২: নিয়মানুবর্তিতা এবং দায়িত্ববান এর পাশাপাশি ভবিষ্যতে একজন আইটি শিক্ষার একটি ভাষা হিসেবে নিজেকে মেলে ধরতে চায়।
৩:যে কোন বয়সী ছাত্র- ছাত্রীদেরকে আইটি শিক্ষায় শিক্ষিত করার প্রচন্ড মনোভাব এবং পর্যাপ্ত কম্পিউটার জ্ঞান,কিশোর কোডার ক্লাসের জন্য জাভা স্ক্রিপ্টটে বিশেষ ভাবে দক্ষতা।