FAQ BN

নিয়মিত প্রশ্ন সমূহ:

জ্বী, আমাদের ৯০ মিনিটের ফ্রি ক্লাস আছে, যাতে করে বাচ্চারা প্রোগ্রামিং ক্লাসে আনন্দ খুঁজে পায়।

আমাদের সাপ্তাহিক ছুটির দিন ও নিয়মিত কার্য দিবসে ক্লাস হয়ে থাকে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোন সময় আমাদের ক্লাস করা যাবে।

আমাদের শিক্ষক ও ছাত্রের অনুপাত যথাযোগ্য।

আমাদের অনলাইন ক্লাসে সাধারণত ১:৫ এবং অফলাইন ক্লাসে ১:৫ হতে ২:১০ সর্বোচ্চ হয়ে থাকে।

 

হ্যাঁ, আমাদের বর্তমানে বালি, জাকার্তা, সুবারাবায়াতে অর্থাৎ ইন্দোনেশিয়াতে আমাদের অফলাইন ক্লাস আছে। ধীরে ধীরে আমরা সারা বিশ্বব্যাপী আমাদের সব গুলো শাখাতেই অফলাইন ক্লাস আরম্ভ করতে যাচ্ছি।

আমরা পরামর্শ দিয়ে থাকি যে ৫-৭ বছর জুনিয়র ক্লাস, ৮-১২ শিশুদের ক্লাস, ১২- ১৮ কিশোর বাচ্চাদের জন্য এবং ১৯ বছর এর বেশি প্রাপ্ত বয়স্কদের ক্লাস করার জন্য। যাইহোক, যাদের ইন্টারনেট এবং কোডিং এর প্রতি আগ্রহ রয়েছে এমন সকল ক্লাসের ছাত্রদের আমরা স্বাগত জানাই।

মূলত, আমরা একটি মূল্যায়ন পরীক্ষা নিয়ে থাকি যে বাচ্চারা আমাদের প্রতি আগ্রহ আছে কি না।

যদি সে পাস করে, তবে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারবে।

 

জুনিয়র, শিশু এবং কিশোর বাচ্চাদের ক্লাস আমাদের পেইড জুম অ্যাপের মাধ্যমে ৬০-৯০ মিনিট আনন্দের সাথে হয়ে থাকে।

হ্যাঁ, আমারা একাধিক অফার দিয়ে থাকি।

বিস্তারিত জানতে আপনি আমাদের নিকটস্থ অফিসে সরাসরি যোগাযোগ করুন।

 

আর কোনো প্রশ্ন আছে?

Ask a Question
float button